
দিনের পর রাত আসে। পুরো পৃথিবী অন্ধকার হয়। মানুষরূপী পশু গুলো ছুটে বেড়ায় চারদিকে। আর সকাল হলে ঘুমিয়ে পড়ে। নতুন একটি সকালের অপেক্ষায় থাকে জলিল। মানুষের বাড়িতে কাজ করে খাওয়া জলিল এখন নতুন সকালের অপেক্ষা করে। নিজেকে বদলানোর চেষ্টা করে। কিন্তু জলিলের এই ভাঙ্গা ঘরে নতুন সকাল উদয় হয় না।
মতামত দিন