
তাহের আলী বুকে একটু সাহস নিয়ে জবাব দেয়, “না স্যার ভয় পামু ক্যান, এমনেই আমার মুখটা ক্যান জানি ঘামতাছে।” চাচা ভয়ের কিছু নেই, আমরা শহিদ ব্যাপারীকে ত্র্যারেস্ট করতে এসেছি। কুত্তাটা জলিলের ছোট্ট মেয়েটাকে গতরাতে ধর্ষণ করে মেরে ফেলেছে।
ধর্ষণের কথা শুনে তাহের আলী মাথায় হাত দেয়। জলিল একটা ভালো মানুষ। মানুষের ক্ষেতে কামলা দিয়ে দুই মেয়ে এক ছেলে নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করে। কখনো কারো সাথে ঝগড়া করতে দেখেননি তাহের আলী। দোকানে আসলে নিজে না খেয়ে ছেলে মেয়েদের জন্য সদাই কিনে নিয়ে যায়। আর সেই অসহায় জলিলের মেয়েকে শহিদ ব্যাপারী.........
মতামত দিন