
কবিতা : অতীত
কবি : মনিরুজ্জামান
অতীত
-------------------------
অনেক দিন পর বৃষ্টি এলো...
খোলা আকাশের নীচে;
অনেক উপরে;
পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে
বিবস্ত্র হৃদয় ক্যানভাসে......
আজ, প্রাণ খুলে ভিজবো ;
কাক ভেজা,
বাঁধন হারার মতো.......
দূর থেকে একফালি রোদ এসে
ফিসফিস করে বলল
পিঁপড়ের মতো,
বৃষ্টি শুকিয়ে গেছে!!!
মতামত দিন