
কবিতা : অস্তিত্বের ঠিকানা
কবি : ওয়াজিউল হক শরীফ
কবিতা : অস্তিত্বের ঠিকানা
-------------------------------
মাতৃগর্ভে ছোট্ট ভ্রুণের মাঝে সৃষ্টি হয়েছিল জীবনের কণা
সেটাই ছিল এই জগতে তোমার অস্তিত্বের ঠিকানা।
আস্তে আস্তে মায়ের পেটে পরিপূর্ণ হয়ে বড় হলে তুমি
প্রকৃতির কোন উষালগ্নে খুঁজে পেলে আজকের পৃথিবী।
তোমার আগমনে বাবা-মা'র প্রাণে এলো আনন্দঘন মন
মমতায় ঘেরা মায়ার বাঁধনে তুমি যে নাড়ী ছেঁড়া ধণ।
তোমাকে নিয়ে তৈরী হয় স্বপ্মঘেরা জীবনের কল্পনা
দুঃখ সুখের মহারণে তাঁরা আঁকে সুখী জীবনের আল্পনা।
একদিন শৈশবের গন্ডি পেরিয়ে সাজালে রঙিন জীবন
টলমল যৌবনে স্বপ্নঘেরা মহারণে আসে আত্মার আপন।
এখন তুমি সুখের আশায় আছো আবেগি স্বপ্নের ঘোরে
মমতাময়ীর সাথে কর না দেখা ফেরা হয়না আর নীড়ে।
সমাজের বুকে আজ তুমি অনেক নামীদামি ব্যস্ত মানুষ
কৃত্রিম ছায়া সুখের নেশায় মায়ার বাঁধন হয়েছে ফানুশ।
ব্যস্ততার কোলাহলে হয়না আর মমতাময়ীর দেখার সময়
সন্তানের সাথে মিলনের মোহ থাকে আবেগঘন আশায়।
কৃত্রিম রঙিন ভালবাসার মহারণে আছো তুমি মহাসুখে
মমতায় জড়ানো বাবা-মা'র স্থান হয়না কংক্রিটের শহরে।
কোন অনুশোচনায় ভোগে না কুলাঙ্গার অমানুষের মন
বাবা-মা'র অবদান ভুলে গড়ে তাঁরা রঙিন কৃত্রিম জীবন।
জীবনের কোন এক সময় যদি ফিরে যেতে ইচ্ছা হয়
তখন যে আর চির সুখীজন মায়ার ভূবণে বেঁচে নাই।
মতামত দিন