
আনমনা মন
অর্পিতা প্রমাণিক
আনমনা মন
---------------------------------------------
বিকেল রোদে পথের ধারে
যাচ্ছি ফিরে আপন ঘরে
পথ চলছি ধীরে ধীরে।।
তুই আছিস একটু দূরে
আমার মনের ঠিক ওপারে।।
জাল বুনেছি তোর নামে
স্বপ্ন খুঁজি আনমনে।।
তুই তো গেলি না বলে
ডাকলি না ও আমাকে।।
বিশ্বাসে আর ভরসাতে
তুই আছিস এই বুকেতে।।
চাইচিস যখন, যা রে চলে
চাই না রে আর জোর করতে।।
ভালোবাসি…… তাই বলে
দিসনা আঘাত এই ভাবে।।
মন নদীতে ভাটার টান
শ্রাবণ…… চোখে বৃষ্টি আন।।
পথ ভুলেছি অন্ধকারে
তোর দেখানো নীল সায়ওরে।।
নাও টা বুঝি ডুববে মোর
আর পাবিনা কোথাও খোঁজ।।
মতামত দিন