
কবিতা: অনামিকা
কবিঃ শঙ্কর দাস
অনামিকা
-------------------------------------------------------
ওই মেয়ে তুই কি আমার বুকের মলাট হবি?
আগলে রাখবি নিজের করে,
তোর অন্তরের অন্তঃস্থলে আমায় থাকতে দিবি?
ওই মেয়ে তুই কি আমার বুকের মলাট হবি?
বুকের ভেতর মস্ত বড়ো পাহাড় রয়েছে,
সেই পাহাড়ে ফুল ফোটে না,
পাখি আসে না ,বাসা বাঁধে না,
তুই কি পাহাড় নামিয়ে ঝর্না বইয়ে দিবি ?
ওই মেয়ে,
তুই কি আমার ইচ্ছে নদী হবি?
হারিয়ে যাবো ওই তেপান্তরে,
তোর কোলে মাথা রেখে আমায় ভাসতে দিবি,
ওই মেয়ে,
তুই কি আমার মনের মাঝি হবি?
ওই মেয়ে,
তুই কি আমার নীল আকাশ হবি?
একটা দুটো ঘুড়ি উড়িয়ে
আদর করে ডাকবো "নীলু"
ছুটে এসে জাপটে ধরে "নীল চুমু" দিবি,
ওই মেয়ে তুই কি আমার নীলাম্বরী হবি?
হঠাৎ করে আসবে বৃষ্টি,
ভিজিয়ে দেবে দুজনাকে,
বিদ্যুৎ আলোয় চমকে যাবো,
তখন কি তুই "সাহসের বুক " হবি?
ওই মেয়ে,
তুইকি আমার লেখার কলম হবি?
তোকে নিয়ে কবিতা লিখবো,
অক্ষরে অক্ষরে সাজিয়ে তুলবো,
ছন্দের জাদুতে তোকে নিয়ে মহাকাব্য লিখবো,
ওই মেয়,
তুই কি আমার কাব্যমালা হবি?
ওই মেয়ে,
তুই কি আমার বুকের মলাট হবি?
আগলে রাখবি নিজের করে,
বৃষ্টি রোদে আপন করে ,
আমাকে কি তোর হতে দিবি?
ওই মেয়ে,
তুই কি আমার বুকের মলাট হবি?
ওই মেয়ে,
তুই কি শুধুই আমার হবি?
আমার হবি?
ওই মেয়ে.....
মতামত দিন