
ছোটগল্পঃ আমিও মা
লেখায়ঃ অর্পিতা প্রামাণিক
আমিও মা
--------------------------------------------
বাইরে বৃষ্টিটা বেড়েই চলেছে, জানালায় হেলান দিয়ে বসে আছি, এমন সময় রিত্র ছুটে এলো, “মিম্মি মিম্মি নৌকা বানাবো, চলো না!”
হাত ধরে টানতে টানতে বারান্দায় নিয়ে গেল আমাকে, একটা খাতা থেকে অনেক গুলো পাতা ছিড়ে সে রেডী, এখন তাকে নৌকা বানিয়ে দিতে হবে।
আমারও মনে পরে ছোট বেলায় এমন কত নৌকা বানিয়েছি, জলে ভাসানোর ছুতোয় বৃষ্টিতে ভিজেছি।
সে সব ভেবে মনে মনেই হাসতে শুরু করলাম, পুরানো কথা ভাবতে ভাবতে, হঠাৎ কলিংবেলটা বেজে উঠলো, আমি গিয়ে দরজা খুলে দেখি আমার মা, কিছুটা অবাক হলাম তবে মাকে কিছু বুঝতে না দিয়ে বললাম, “মা, তুমি, এসো এসো, ভিতরে এসো।”
রিত্র, ছুটে এসে মা’কে দেখেই চুপ করে গেল, আমাকে জড়িয়ে ধরে বলছিল, “চল না মিম্মি, নৌকা বানাই” তবে এখন সে একটু ভয় ভয় কথা বলছিল।
আমি রিত্রর হাত টা ধরে মা এর সামনে নিয়ে গেলাম, মা আমার দিকে আর রিত্রর দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছেন।
মা বললেন “তুই আমার যোগ্য মেয়ে তোকে নিয়ে আমার গর্ব হয়, দিদির অবাঞ্ছিত সন্তান কে নিজের দায়িত্বে মানুষ করছিস, তাকে এত ভালোবাসা দিয়ে বড়ো করছিস, তুই সিঙ্গেল মাদার হয়েছিস, আমি গর্ব বোধ করি মা তোর জন্য”, একটু চুপ করে গেল মা, মাকে বললাম, “মা, বাবা কি আমাকে এখনও ক্ষমা করেন নি?”
-না উনি এখনো মানতে নারাজ।
—তাও তুমি আমাকে এখনও ভালোবাসো, কেন বলো তো?
-কারণ আমিও একজন মা, আর তার থেকেও বড় কথা আমি একটা মেয়ে।
মা আর আমি দুজনেই খুব ইমোশনাল হয়ে গেছি, আমি মা কে বললাম ভিতরে এসো মা, চলো...
মতামত দিন