
কবিতা : আমি পুরুষ তবুও আমি কাঁদি
কবিঃ শঙ্কর দাস
কবিতাঃ আমি পুরুষ তবুও আমি কাঁদি
---------------------------------------------------------------
সমাজে আমি পুরুষ নামে পরিচিত
পুরুষ মানুষের কাঁদতে নেই তবুও আমি কাঁদি।
বিয়ের আগে মা ছিল সবচেয়ে আপন,
কোনো কিছুই করতাম না তাকে আমি গোপন।
পরে তোমাকে করেছি গোপনে,
আপন আর আপন আপনে টানা টানিতে -
এখন রোজই প্রায় কাঁদি
আমি পুরুষ তবুও আমি কাঁদি।
মায়ের হয়ে বলতে গেলেই রোজই আমি শুনি
তোমার 'মা' না 'আমি' কোনটা এখন দামী।
তোমার হয়ে বলতে গেলেই, মায়ের মুখ ভারী
মায়ের আঁচল নাকি এখন আপন
তোমার শাড়ি আপনে, আপনে টানা টানিতে রোজই প্রায় কাঁদি
আমি মানুষ তবুও আমি রোজই এখন কাঁদি।
অফিস থেকে ফিরে চাই একটু শুধু বসতে
সারাদিনের কাজের চাপ, চায়ের কাপে মুছতে।
অমনি দেখি পেছন থেকে করছো অভিযোগ,
ঘরের কাজ কিছুই করিনা তুমিই করো রোজ।
তুলনা দাও সব সময় পাশের বাড়ির কথা
আঙুল তুলে দেখিয়ে দাও আমার অক্ষমতা।
তখন অনেক কষ্ট পাই, যন্ত্রণা হয় বুকে
তোমার ইচ্ছে পূরণ করতে রোজই যাচ্ছি ঝুঁকে।
তোমার আমার টানা টানিতে রোজই প্রায় কাঁদি
আমি পুরুষ তবুও আমি কাঁদি।।
মতামত দিন