
আপনি এবং আমি
মুহাম্মদ ফারহান ইসলাম নীল
আপনি এবং আমি
-----------------------------------------------------------------
আপনার শ্যামলা হাত ধরে ছাপান্ন হাজার মাইল হাটার ইচ্ছা অনেক দিনের
আমি রোজ রাতে জানালা খুলে আকাশের চাঁদ দেখে ভাবি আপনিও চাঁদের থেকে কম কিসের?
আমার জীবনের অর্ধেক স্বপ্ন পূরণ হওয়ার বাকী আছে
আমার ঘরটা তো আপনাকে নিয়েই সাঁজাতে চাই৷
আপনি চোখ বন্ধ করলে অন্ধকার দেখতে পান আর আমি দেখি আপনার শ্যামলা মুখ
আপনার থেকে আমার দূরত্ব চারশত মাইলের, তবুও আপনি মিশে আছেন আমার অন্তরের ছোট্ট কুঠুরিতে৷
আমার কথা মনে পড়লে হয়তো আপনি বিরক্তবোধ করেন
আমি আপনার কথা ভেবে আশি বছর বেঁচে থাকার ইচ্ছা পোষণ করি সৃষ্টিকর্তার কাছে।
আপনাকে আপন করে চাওয়া আমার জন্য অপরাধ, আমি শাস্তি পাওয়ার যোগ্য
ধরণীর বুকে প্রিয় মানুষটাকে ভুলে থাকা কতটা কষ্টের সেটা আমার চেয়ে ভালো কে জানে?
বিছানার বালিশটাও মাঝে মাঝে আমার উপর রাগ করে
কখনো আমার ভিতরের আমিটাকে গলা টিপে মেরে ফেলতে ইচ্ছা করে।
আমি তো অন্যকারো পিছে হাটতে পারিনি, শুধু আপনি ছিলেন বলে
আমার দিনের এবং রাতের স্বপ্ন জুড়ে মিশে আছে আপনার ঐ শ্যামলা মুখ।
আমার ভাবনার উঠান জুড়ে আপনারই আনাগোনা দিবানিশি
আপনার ফিরে আসা অব্দি আমার আমিটাকে মগ্ন রাখতে চাই আপনার প্রেমে।
মতামত দিন