
আগমনীর সুর আকাশে বাতাসে। তার মাঝে আবহাওয়ার পরিবর্তন। আকাশ কাঁদছে বৃষ্টি হয়ে, বাতাস হয়েছে উদাসী। তবু দুর্গাপূজার আমেজ, আনন্দ তো থেমে থাকবে না। দেবী মা দূর্গার বন্দনা, আরাধনার সাথে আমরা আমাদের রক্ত-মাংস দিয়ে গড়া মা জননী দের কথা হয়তো ভুলে যাই। সেই সব মা’ এদের উদ্দেশ্যে এই কবিতা উৎসর্গ করলাম, যারা পুজোর এই কয়টা দিন সন্তানের আশায় অধির আগ্রহে প্রতীক্ষা করে থাকেন।
মতামত দিন