
কবিতাঃ আকাশ দেখার আমন্ত্রণ
মুহাম্মদ ফারহান ইসলাম নীল
কবিতাঃ আকাশ দেখার আমন্ত্রণ
----------------------------------------------------------------------------------
আপনি না আকাশ দেখতে ভালোবাসেন?
মন খারাপের দিনে নীল আকাশের সাদা মেঘ দেখে দিন কাটিয়ে দেন,
কখনো বা একলা কথা বলেন আকাশের সাথে
আপনাকে প্রেমনগরের আকাশ দেখার দাওয়াত দিলাম।
আপনি অবসরে বেলকনিতে বসে কবিতা লেখেন
জানি প্রতিটি কবিতায় আকাশের নাম থাকে,
নীল আকাশের সাথে আপনার প্রেমের সম্পর্ক
একদিন চলে আসুন প্রেমনগরের আকাশ দেখতে।
মধ্যরাতে ঘুম ভাঙ্গার পর বেলকনিতে এসে আকাশ দেখা আপনার অভ্যাস
মধ্যরাতে আকাশের মাঝে নিজেকে হারিয়ে ফেলতে চান,
জানি আকাশ সমান আপনার ঐ সাদাসিধে অন্তর
প্রেমনগরের আকাশ দেখার দাওয়াত রইলো।
নীল আকাশের নামে লেখা চিঠি গুলো লুকিয়ে রাখেন ডায়েরীতে
সুযোগ পেলেই সাদা পাতায় এঁকে ফেলেন নীল আকাশটাকে,
জানি আপনার মনের আকাশটা কালো মেঘে ঢেকে গেছে
আমার ভালোবাসার আকাশ দেখার আমন্ত্রন রইলো।
মতামত দিন