
আধুনিকতা
কলমেঃ নাসরিন সুলতানা
কবিতাঃ আধুনিকতা
-----------------------------------------------------------
আধুনিকতার কোন শাশ্বত সংজ্ঞা হয়তো নেই,
সভ্যতার চরম বিকাশই আধুনিকতা।
আধুনিকতা মানে অর্ধনগ্ন পোষাক বা
নারী পুরুষের অবাধ মেলামেশা নয়।
আধুনিকতা মানে অজ্ঞতার ক্ষয়,
আধুনিকতা মানে সেই বিজ্ঞানেরই জয়।
আধুনিকতা মানে বর্বরতার অবসান,
অসহায় নারীর চাপা কান্নার নিরসন।
আধুনিকতা মানে সভ্যতার বিকাশ,
অপসংস্কৃতি আর কুসংস্কারের বিনাশ।
আধুনিকতা মানে শুধুই কি সেই ষোড়শীর
হিলতোলা জুতো কিংবা
পথ চলতে চলতে মোবাইলে কথা বলা…
হয়তো নয়। আধুনিকতা মানে –
সেই আঠারোরই হোক জয়।
আধুনিকতা মানে বিদ্যাসাগর আর
রামমোহনের পথ চলা –
আধুনিকতা মানে সেই কল্পনা চাওলা।
আধুনিকতা শব্দটি বড় প্রিয় আমার
বইয়ের পাতায় কিংবা লেখার খাতায়,
সাইনবোর্ডে কিংবা ফেস্টুনে –
রাজপথে কিংবা ফুটপাতে,
কবিতা কিংবা গানে –
যেখানেই দেখি এই শব্দটি
অনাবিল এক আনন্দ জাগে মনে।
তাই ‘আধুনিক’ নামক শব্দটি
শহরে – নগরে
গ্রামে – গঞ্জে
ক্ষেতে – খামারে
কলে – কারখানায়,
সর্বত্র লিখে দিতে চাই স্বর্ণাক্ষরে।।
মতামত দিন