
অভিমান
এম এইচ মুকুল (বাংলাদেশ)
কবিতাঃ অভিমান
--------------------------------------------------------
ওগো আমার গানের পাখি কন্ঠে বেঁধে সুর,
আকুল হয়ে ডেকে বেড়াও সকাল নিশি ভোর।
ভাবছো আমি অনেক দূরে
আটকে আছি অচিন পুরে,
চমকে ওঠো বারে বারে ভাঙলে ঘুমের ঘোর,
বৃথাই তোমার হৃদয় কাঁদন ওরে মানিক জোড়।
বুক ফাটা কোন অভিমানে লুকাও তুমি মুখ,
অচিনপুরে আছে কী আর তোমার আঁচল সুখ?
তাই তো আমি বারে বারে
ফিরে আসি তোমার দ্বারে,
কাঁজল ধুয়া জলে তবু ভাসাও কেনো বুক,
প্রণয় সিন্ধু বক্ষে আমার তোমার কেনো দুখ?
আমি না হয় উড়নচণ্ডী দিয়ো একটু ছাড়,
উতল বায়ে বৈরী আমি নই তো কিছুই আর।
কান্না হাসির জীবন কত
মরে বাঁচে নিয়ে ক্ষত,
আছড়ে ভাঙে বিরহী ঢেউ জীবন নদের পাড়,
তুমিই তো মোর মনের রাণী তাও কেনো মুখ ভার?
তুহিন প্রাতে উষ্ণ হাতে দিয়েছিলাম টান,
বুকের বীণায় বেজেছিলো মিলন তিথির গান।
আজো সখি যাইনি ভুলে
চুলের কলপ হাতে তুলে,
ঘষে দিতে শ্বেত কেশে মোর বইতো হাসির বান,
বুড়ো বলে ক্ষেপাতে আর বলতাম জানের জান।
একটুও না পেলাম আমি জানতে অবসর,
বিবাগী মন কখন আমার ছাড়লো বাড়ি ঘর।
ভাঙবে তোমার সব অভিমান
দেহে যেদিন থাকবেনা প্রাণ,
দেখবে সেদিন স্বপ্ন বাসর ধূ-ধূ বালুচর,
আমিই সেদিন থাকবোনা গো কাঁদবে যে অঝোর।।
মতামত দিন