
কবিতা : ৩ নম্বর বিপদ সংকেত
কবি : রোজীনা পারভীন বনানী
কবিতা : ৩ নম্বর বিপদ সংকেত
---------------------------------------------------
হঠাৎ হঠাৎ আকাশে বিদ্যুতের ঝলক
চারদিকে হাওয়ার ফিসফাস
মাঝে মাঝে বাতাসে ভেসে আসা
এক পশলা বৃষ্টির গান ...
ভীষণ ছলনাময়ী মায়াবী সন্ধ্যা রাত !!
সাগর ফুঁসছে
চলছে ৩ নম্বর বিপদ সংকেত ।
বুক ভরে টেনে নিই ইলিশের ঘ্রাণ..
আধুনিক কিচেনে হাতা-খুন্তির টুং- টাং
সাথে রেশমি চুড়ির রিনিঝিনি,
বড় বেশী আকর্ষক---
হৃদয়ে ভাঙছে ঢেউ
দুকুল ছাপিয়ে জোয়ার উথালপাথাল ...
নাড়িতে-নাড়িতে বেঁচে থাকার প্রবল টান।
সাগর ফুঁসছে
চলছে ৩ নম্বর বিপদ সংকেত ।।
মতামত দিন